দেশ থেকে অপরাধ দূর করতে দাওয়াই বাতলালেন অমিত শাহ

গুজরাটে চলছে NFSU-র ৪৪তম সর্বভারতীয় অপরাধবিদ্যা সম্মেলন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amit shah TEHRIKs.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুজরাটে অনুষ্ঠিত হচ্ছে NFSU-এর পঞ্চম আন্তর্জাতিক এবং ৪৪তম সর্বভারতীয় অপরাধবিদ্যা সম্মেলন। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেই সম্মেলন থেকেই অমিত শাহ বলেন, “সমাজের সেবা করার জন্য ফরেনসিক বিজ্ঞান বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না। তদন্ত, বিচার প্রক্রিয়ার জন্যে ফরেনসিক বিজ্ঞান অবশ্যই ব্যবহার করা উচিত”।

একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অনুষ্ঠানটি এমন সময়ই হচ্ছে যখন ভারতের আইন ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। ভারতের অপরাধমূলক বিচার ব্যবস্থা একটি নতুন যুগে প্রবেশ করেছে। যখন IPC, CrPC এবং এভিডেন্স আইন বাতিল করা হয়েছে এবং নতুন আইন চালু করা হয়েছে। যে আইনের মূল লক্ষ্যই হল, দেশ থেকে অপরাধমূলক কাজ কর্ম নির্মূল করা। আর অপরাধের শাস্তি কঠোরতম করা”।

 

স্ব

স

স