নিজস্ব সংবাদদাতা : দুর্যোগে ক্ষত-বিক্ষত সিকিমে এখনও উড়ছে বায়ুসনার কপ্টার। জারি রয়েছে উদ্ধারকার্য। আইএএফ সূত্রে জানা যাচ্ছে,সিকিমে ভারতীয় বায়ুসেনার ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য বায়ুসেনার চিতা, চিনুক, Mi-17 1V এবং Mi-17 V5 হেলিকপ্টার ব্যবহার করে মিশন পরিচালনা করা হচ্ছে রাজ্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে। এখনও পর্যন্ত ২৬২টি কপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে ২০০২ জন বেসামরিক লোককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ১,৩২,৮০৫ কেজিরও বেশি ত্রাণ সামগ্রী স্থানান্তর করা হয়েছে। আইএএফ ত্রাণ মিশনের সময় ২৫৯ ত্রাণ কর্মী এবং ভারতীয় সেনাবাহিনীর ১৭৯ জন কর্মীকে নিয়ে গেছে।