সফল হয়েছে মায়ের ৩০ বছরের পরিশ্রম ! রেখা গুপ্তাকে নিয়ে গর্বিত পুত্র নিকুঞ্জ

মায়ের দীর্ঘ ৩০ বছরের পরিশ্রম আজ অবশেষে সফল হয়েছে। মা কঠোর পরিশ্রম করেছেন এবং সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় এই জয় লাভ করে এসেছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (DUSU) থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।

author-image
Debjit Biswas
New Update
IMG-20250219-WA0047

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে মুখ্যমন্ত্রী হচ্ছেন মা রেখা গুপ্তা, যা নিয়ে গর্বে বুক ভরে যাচ্ছে রেখা গুপ্তার পুত্র নিকুঞ্জ গুপ্তার। আজ নিজের মা কে নিয়ে এক আবেগঘন বার্তা দিলেন নিকুঞ্জ। তিনি বলেছেন '' মায়ের দীর্ঘ ৩০ বছরের পরিশ্রম আজ অবশেষে সফল হয়েছে। মা কঠোর পরিশ্রম করেছেন এবং সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় এই জয় লাভ করে এসেছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (DUSU) থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।'' তবে এরসাথে সাথেই দিল্লিতে একজন মহিলাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় খুশি হয়েছেন নিকুঞ্জ। এ বিষয়ে তিনি বলেন  "একজন নারীকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া একটি ভালো দিক। আমরা নিশ্চিত, তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।"