নিজস্ব সংবাদদাতা : আর কিছুক্ষনের মধ্যেই শুরু হতে চলেছে দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশনকে স্বরণীয় করে তুলতে বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। এই বিষয়ে কথা বলতে গিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, ''"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বিকশিত দিল্লি'-র ধারণাকে বাস্তব রূপ দিতে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের পরামর্শ চাই। সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, একটি হোয়াটসঅ্যাপ নম্বর ও একটি ইমেইল আইডি প্রকাশ করেছেন। এর মাধ্যমে দিল্লির সাধারণ মানুষ তাদের মতামত ও প্রস্তাব সরাসরি সরকারকে জানাতে পারবেন।''