নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দিল্লি পুলিশ জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। এছাড়া রেখা গুপ্তার বাড়িতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। এতে, 2টি পিএসও সার্বক্ষণিক মোতায়েন করা হবে এবং 1টি এসকর্ট যান যাতে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। রেখা গুপ্তার বাড়িতে 4 জন পুলিশ, বাড়ির পেছনে 4 পুলিশ এবং 2 কমান্ডো থাকবে।