সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোয় নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, ভারতবাসী আর রিল বানাতে পারবেন না

সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোয় নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হল।

author-image
Aniket
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের চারটি ধামের মন্দির কমপ্লেক্সের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওগ্রাফি/রিল তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। ফলে চার ধাম দর্শনে গিয়ে ভারতবাসী আর রিল বানাতে পারবেন না। উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুরি চারটি ধামের মন্দির কমপ্লেক্সের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওগ্রাফি/রিল তৈরির উপর নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন৷

রীতি মেনে শুরু হল এ বছরের চার ধাম যাত্রা, তীর্থ যাত্রীদের মানতে হচ্ছে যে  নিয়ম... – News18 বাংলা

তিনি পর্যটন সচিব, গাড়ওয়াল বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট জেলার ডিএম এবং এসপিদের এই নির্দেশ দিয়েছেন। এছাড়াও চার ধাম যাত্রায় তীর্থযাত্রীদের বিপুল ভিড়ের পরিপ্রেক্ষিতে, উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুরি ভিআইপি দর্শনের নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়িয়েছেন, যাতে সমস্ত ভক্তরা সহজেই চার ধামে যেতে পারেন।

 

Add 1