নিজস্ব সংবাদদাতা: গত ২ দিনে পুরীর (Puri) সমুদ্রে (Sea) তলিয়ে প্রাণ হারিয়েছেন চার পর্যটক (Tourist)। রাতারাতি হাই অ্যালার্ট (High Alert) জারি করে দেওয়া হয় সমুদ্র সৈকতে (Sea Beach)। এই মুহূর্তে সমুদ্রে স্নান করতে নামা বিপজ্জনক হতে পারে এমনটাই বলা হচ্ছে। এই কারণে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। তাই ঘুরতে গিয়ে কার্যত হতাশ অধিকাংশ পর্যটকরা। স্বর্গদ্বারের সেক্টর-১২, ১৩-র পাড়ে এই মুহূর্তে যাতে কেউ না যায় তাই পর্যটকদের এই নিয়ে সতর্ক করা হয়েছে।