রাজস্থান নির্বাচনে মাথা চাড়া দিচ্ছে ‘লাল ডায়েরি’ তত্ত্ব!

রাজস্থানে প্রচারের মূল মানুষই হলেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg - 2023-11-21T155156.387 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। রাজস্থান মূলত কংগ্রেস গড়, কিন্তু সেখানেই দাঁত ফোটাতে চায় বিজেপি। তাই রাজস্থানে প্রচারের মূল মানুষই হলেন প্রধানমন্ত্রী। এদিন আন্তা, বারান-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে ধরা দেয় রাজস্থানে কংগ্রেসের দুর্নীতির বিষয়টি।

তিনি বলেন, "রাজস্থানের "লাল ডায়েরি" নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এই "লাল ডায়েরি"-এর পাতা উল্টানোর সাথে সাথে 'জাদুকর'-এর মুখ থুবড়ে পড়ছে। এই "লাল ডায়েরি" স্পষ্টভাবে বলছে যে গত পাঁচ বছরে কংগ্রেস সরকার কীভাবে আপনাদের জল, জঙ্গল এবং জমি বিক্রি করে দিয়েছে!”

"কংগ্রেসে - মন্ত্রী হোক বা বিধায়ক - সবাই অসংযত। মানুষ তাদের ওপর বিরক্ত। কংগ্রেস রাজস্থানের জনসাধারণকে লুটেরা, দাঙ্গাবাজ এবং অপরাধীদের হাতে তুলে দিয়েছে। বিজেপি সেখান থেকেই এখানকার সাধারণ মানুষকে বাঁচাবে”।

 

hiren