লাল কাঁকড়ার দেশ, জানেন কোথায়?

আপনিও কি সমুদ্র দেখতে ভালোবাসেন?

author-image
SWETA MITRA
New Update
cover red crab.jpg

নিজস্ব প্রতিনিধি, উড়িষ্যাঃ এখন দীঘা,মন্দারমনি বা পূর্ব মেদিনীপুর জেলার সী বীচ গুলিতে লাল কাঁকড়ার দেখাই মেলা না। কারণ এই এলাকাগুলিতে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। তাই লাল কাঁকড়া আর সেরকম এক প্রকার দেখাই যায় না।  কিন্তু যদি আপনি উড়িষ্যার দূবলাগাড়ি মোহনা যান তাহলে অবশ্যই লাল কাঁকড়া দেখতে পাবেন। একপ্রকার লাল কাঁকড়ার দেশ বললেও ভুল হবে না এই জায়গাটিকে।

কারণ দূবলাগাড়ি মোহনাতে লক্ষ লক্ষ লাল কাঁকড়া দেখতে পাবেন। একটি নদীর সঙ্গে বঙ্গোপসাগরের মিলন স্থল, আর সেই জায়গাটির নাম দূবলাগাড়ি মোহনা।  প্রচুর ট্রলারে ট্রলারে মাছ আসছে মোহনায়। তারপর তা বাজারে নিলাম হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি শুটকি মাছের আড়তও রয়েছে এই জায়গায়। আর সব থেকে জেলা দেখলে মন ভরবে তা হলো লাল লাঁকড়া। বীচে সারি সারি ভারে সব নিজের মনে ছোটাছুটি করছে কাঁকড়া। ছোটো, বড় মাঝারি লাল কাঁকড়া। তবে এই বীচ অনেকেই জানেন না। তাই পর্যটক হাতে গোনা কয়েকজন। তাই সী বীচে এতো লাল কাঁকড়া দেখা যায়৷ তবে লাল কাঁকড়া বাঁচাতে গেলে এই বীচে মানুষের নিয়ন্ত্রণ দরকার। যেমন মানুষজন সমুদ্র উপভোগ করছে। ঠিক সেই ভাবে সদ্যোজাত কাঁকড়া মানুষের পায়ের তলায় চাপা পড়ে মারা যাচ্ছে। 

চলুন এ এন এম নিউজ আপনাদের দেখাবে সেই লাল কাঁকড়ার দেশটিকে...