নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে নানা অংশে বৃষ্টির দাপট।ভরা বর্ষায় বেশ কিছু জায়গায় আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আবহে আগামী ১৯ জুলাই মহারাষ্ট্রের পালঘর, রায়গড়ের জন্য 'লাল' সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। এছাড়া থানে, মুম্বই এবং রত্নগিরিতে 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে।