নিজস্ব সংবাদদাতাঃ উপকূলীয় গুজরাটে দিনভর তীব্র বৃষ্টিপাত এবং হাওয়া রেকর্ড করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ভুজে ৬১ মিলিমিটার, নলিয়ায় ৩২ মিলিমিটার, কান্দলায় ৩০ মিলিমিটার, পোরবন্দরে ২৮ মিলিমিটার, দ্বারকায় ২৩ মিলিমিটার এবং ওখায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও দিউতে ঘণ্টায় ৫২ কিলোমিটার, দ্বারকায় ৪৮ কিলোমিটার, পোরবন্দরে ৪৭ কিলোমিটার, ভেরাভালে ৪৫ কিলোমিটার, ওখাতে ৩৯ কিলোমিটার, ভুজ ও কান্ডলায় ৩৪ কিলোমিটার এবং নালিয়া ৩০ কিলোমিটার বেগে বাতাস রেকর্ড হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় আঘাত হানার সাথে সাথে এই অঞ্চলে এই ধরনের তীব্র বৃষ্টিপাত এবং বাতাস অব্যাহত থাকবে।