নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ অবস্থা কেরলে। ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন একের পর এক গ্রাম। এখনও পর্যন্ত ১৫৮ জন মারা গেছে। সেনাবাহিনী উদ্ধারকার্য চালিয়ে ১০০০ জন বাসিন্দাকে উদ্ধার করেছে। একেবারেই ভাল অবস্থা নয় সেখানে। গতকাল যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখেছে কেরলের মানুষ। মাঝরাত থেকে ভোর পর্যন্ত পর পর তিনটি ধস নেমেছে। সেনাবাহিনী ও বায়ুসেনা নেমেছে উদ্ধারকাজে।
কেরলের এই ভয়ঙ্কর বিপর্যয় দেখে বিজ্ঞানীরা দাবি করছেন যে আরব সাগরে উষ্ণতা বাড়ছে। আর এর জেরে কেরলে বিপর্যয় দেখা দিয়েছে। একদিকে আরব সাগরের উষ্ণতা বৃদ্ধি, আর অন্যদিকে তার সঙ্গে আছে গাছকাটা।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)