নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা যে কোনও সময় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য প্রস্তুত এবং সিদ্ধান্তটি ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। আদালত ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশনের শুনানি করছে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চকে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'জম্মু ও কাশ্মীরে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া চলছে এবং এটি শেষ হতে এক মাস বা তারও বেশি সময় লাগবে।'
বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্যকান্তকে নিয়ে গঠিত বেঞ্চকে এসজি বলেন, "নির্বাচন কমিশন যা করছে, তার কিছু অংশ বাকি রয়েছে।"
কেমন হবে জম্মু-কাশ্মীরের নির্বাচন, তার পরিকল্পনার ব্য়াখ্যা করতে গিয়ে সলিসিটর জেনারেল বলেন, “প্রথমে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে। কার্গিল ও লেহতে পাহাড় উন্নয়ন নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে স্থানীয় প্রশাসনিক নির্বাচন হবে।”
৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহারের পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও বনধ কমে গিয়েছে বলে জানান কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, '২০১৯ সালের পর জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ৪৫.২ শতাংশ কমে গিয়েছে, অনুপ্রবেশের ঘটনাও ৯০.২ শতাংশ কমে গিয়েছে। ২০১৮ সালের পর থেকে ১৭৬৭টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে এর সংখ্যা শূন্য।'