শক্তিকান্ত এবার অতীত, RBI এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা

এর আগে আরবিআই গভর্নর হিসেবে দায়িত্বভার সামলেছেন শক্তিকান্ত দাস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GeWuHHEacAAIlcX

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর নিযুক্ত করা হল সোমবার। তাঁর নামই এদিন ঘোষণা করা হয়। বুধবার থেকে তিনি তিন বছরের জন্য দায়িত্ব নেবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের একজন ১৯৯০-ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস) অফিসার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর করেছেন।

৩৩ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে, সঞ্জয় মালহোত্রা বিদ্যুৎ, অর্থ ও কর, তথ্য প্রযুক্তি, খনি ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। রাজস্ব সচিব নিযুক্ত হওয়ার আগে তিনি আর্থিক সেবা বিভাগের সচিব ছিলেন।

GeWycpPacAA1Sog

রাজস্ব বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুসারে, রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ ও কর ব্যবস্থায় তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাঁর সময়কালীন অনেক বিষয় তিনি নিজেই সামলেছেন। সঞ্জয় মালহোত্রা প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য কর নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর এবার আরবিআই-এর গভর্নর হিসাবে দায়িত্বভার সামলাবেন তিনি। 

প্রসঙ্গত, এর আগে আরবিআই গভর্নর হিসেবে দায়িত্বভার সামলেছেন শক্তিকান্ত দাস। শনিবার সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথে সাক্ষাৎ করেন। মনে করা হচ্ছে, তখনই তাঁর মেয়াদ শেষের বিষয়টি নিয়ে এবং পরবর্তী গভর্নর কে হবে সেই নিয়ে আলোচনা হয়। আর আজ সেই নামই ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। 

RBI GDP.jpg

শক্তিকান্ত দাস ২০১৮ সালের ১২ ডিসেম্বর ২৫ তম আরবিআই গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ২০২১ সালেই তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল। সেই মেয়াদই চলতি বছরের ১০ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল শেষ হচ্ছে। আর তারপরই সঞ্জয় মালহোত্রা আগামী বুধবার থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।