নতুন করে বন্ধের মুখে মুম্বইয়ের ব্যাঙ্ক! চিন্তায় ব্যাঙ্কের সামনে কেঁদে ফেললেন গ্রাহকরা

নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর একাধিক নির্দেশিকা জারি করল আরবিআই।

author-image
Tamalika Chakraborty
New Update
RBI ss

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) বৃহস্পতিবার মুম্বাই-ভিত্তিক বহু-রাজ্য তফসিলি ব্যাঙ্ক - নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক - এর ওপর একাধিক নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশাবলী অনুসারে, ব্যাঙ্ক আরবিআইয়ের পূর্ব লিখিত অনুমোদন ব্যতীত, কোনও ঋণ এবং অগ্রিম মঞ্জুর বা নবায়ন করবে না, কোনও বিনিয়োগ করবে না,  কোনও অর্থ প্রদান (তার দায়বদ্ধতা এবং বাধ্যবাধকতা পালনের ক্ষেত্রে বা অন্যথায়), কোনও আপস বা ব্যবস্থায় প্রবেশ করবে না, বা তার কোনও সম্পত্তি বা সম্পদ বিক্রি, স্থানান্তর বা অন্যথায় নিষ্পত্তি করবে না।

আরবিআই-এর নির্দেশিকার জারি করার পর গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের একজন গ্রাহক সীমা ওয়াঘমারে বলেন, "আমরা গতকালই টাকা জমা দিয়েছি, কিন্তু তারা কিছুই বলেনি। তাদের আমাদের বলা উচিত ছিল যে এটি ঘটতে চলেছে। তারা বলছে যে আমরা ৩ মাসের মধ্যে আমাদের টাকা পেয়ে যাব। আমাদের EMI দিতে হবে, আমরা কীভাবে এই সব করব তা জানি না।"