RAW New Chief: RAW-এর নতুন প্রধান রবি সিনহা

রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW-এর নতুন প্রধান হলেন আইপিএস রবি সিনহা। সোমবার তাঁকে নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। ছত্তিশগড় ক্যাডারের একজন আইপিএস অফিসার তিনি। সামন্ত কুমার গোয়েলের মেয়াদ শেষ হলে তাঁর স্থলাভিষিক্ত হবেন রবি সিনহা।

author-image
Ritika Das
New Update
ravi.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: RAW (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর নতুন প্রধান হলেন রবি সিনহা। তিনি ছত্তিশগড় ক্যাডারের একজন আইপিএস অফিসার। সোমবার তাঁকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হয়। 

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান RAW-এর প্রধান সামন্ত কুমার গোয়েলের মেয়াদ শেষ হলে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন রবি সিনহা। আগামী ৩০ জুন সামন্ত কুমার গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে। রবি সিনহা, যিনি ১৯৮৮'র ব্যাচের আইপিএস অফিসার, তিনি মন্ত্রিপরিষদের সচিবালয়ের বিশেষ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।