নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ বিল প্রসঙ্গে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, "রাহুল গান্ধী ওয়াক্ফ বিল পাস হওয়ার অনেক পরে আজ এই বিষয়ে মন্তব্য করলেন। এটাই প্রমাণ করে যে, তিনি নিজেই ওয়াক্ফ নিয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে জানেন না।"
/anm-bengali/media/media_files/EJHGZMZ8pv9VddCBaHil.jpg)
এরপর তিনি বলেন, "ওয়াক্ফ নিয়ে তার করা সমস্ত মন্তব্যই শুধু মুখ রক্ষা করার জন্য করা হয়েছে।"