নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বসে বাংলায় ভোট সন্ত্রাস নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। আজ বুধবার তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটের ফলাফল বেরনোর পর জয়ী বিজেপি প্রার্থীদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। বাংলায় ভোটে প্রথমে মনোনয়নে বাধা। হাইকোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে। রাজ্য নির্বাচন কমিশন কিনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেল। মনোনয়ন করলে বিরোধীদের ঘরে হামলা চালানো হয়েছে। তৃণমূল কর্মীরা বলছেন ভোট হয়ে গেছে এবার খেলা হবে। ১৩ বছরের বালকও ভোটের হিংসার থেকে রক্ষা পায়নি। বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন সব কিছু দেখেও কিছু করছে না।‘