নিজস্ব সংবাদদাতা: দেশের একটা বড় অংশের দরিদ্র মানুষের কাছে রেশন ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থায় বিনামূল্যে চাল, গম, ছোলা ইত্যাদি পেয়ে উপকৃত হয় বহু পরিবার। কিন্তু এই রেশন বন্টন ব্যবস্থায় অনেক সমস্যার কথাও শোনা যায়। ওজনে কারচুপি, প্রাপ্য পরিমাণের তুলনায় অনেকটা কম সামগ্রী দেওয়া, কার্ডে বরাদ্দ আসেনি বলে গ্রাহক ফিরিয়ে দেওয়ার মতো অভিযোগ মাঝেমাঝেই শোনা যায় রেশন ডিলারদের বিরুদ্ধে।
এবার কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফে কারচুপি বন্ধ করতে আনা হল দারুণ ব্যবস্থা। যদি কোনো রেশন ডিলার গ্রাহকদের প্রাপ্য সামগ্রীতে কারচুপি করেন তাহলে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। আগামী ১ লা মার্চ থেকে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। প্রতিটি রেশন দোকানে ইনস্টল করা হচ্ছে Wating Scale ব্যবস্থা যা ই পশ মেশিনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত থাকবে।