রেশন কার্ড...৩১শে ডিসেম্বরের আগে এটা জানুন

রেশন কার্ড নিয়ে বড় আপডেট। ৩১শে ডিসেম্বরের আগে এটা জানুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
RATIONCARD

নিজস্ব সংবাদদাতা: আপনার রেশন কার্ড আছে তো? বিনামূল্যে চাল ডাল চিনি এবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য ৩১ শে ডিসেম্বরের মধ্যে এই কাজটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। নইলে বাতিল হবেই। 

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার সুবিধা পাওয়ার জন্য আলাদা করে আবেদন নয়, এর জন্য যোগাযোগ করতে হবে স্থানীয় রেশন ডিলারের সঙ্গে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীনে যাঁরা রেশন পেতেন তাঁরা যাতে বঞ্চিত না হন, সেটাই চাইছে কেন্দ্র। এই কারণে ওই প্রকল্পের গ্রাহকদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় আনা হয়। কেন্দ্রীয় সরকারের দাবি, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বিশ্বের 'সবথেকে বড় খাদ্য নিরাপত্তা কর্মসূচি'। বিশেষজ্ঞরা দাবি করছে যে মোদীর এই 'ঐতিহাসিক সিদ্ধান্ত' আগামী পাঁচ বছরের জন্য পিএমজিকেওয়াই-এর অধীনে বিনামূল্যে শস্য বিতরণের সম্প্রসারণ, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন।