নিজস্ব সংবাদদাতা: কোনও মানুষ কোনওভাবেই যেন রেশন সুবিধে থেকে বঞ্চিত না হয় তার জন্য চেষ্টা করে চলেছে রাজ্য সরকার (State Govt)। গ্রাহকরা কত পরিমাণ চাল বা গম এবং অন্য সামগ্রী পাবেন তা প্রকাশ্যে লিখে রাখার জন্য রাজ্য নির্দেশ দিয়েছে রেশন ডিলারদের (Ration Dealer)। অন্ত্যোদয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana)-এর গ্রাহকরা পরিবারপিছু প্রতিমাসে ২১ কেজি চাল পাবেন। সেই সঙ্গে পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম ও পরিবার পিছু ১ কেজি চিনিও পাবেন। Priority Household বা PHH –এর গ্রাহকরা পাবেন মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা। Special Priority Household বা SPHH কার্ড ধারকরা মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। RKSYI গ্রাহকরা মাথা পিছু ৫ কেজি করে চাল এবং RKSYII গ্রাহকরা মাথা পিছু ২ কেজি করে চাল পাবেন কার্ডের (Card) মাধ্যমে।