টানেল উদ্ধার অভিযান, সাফল্য আনছে ‘র‍্যাট মাইনিং’

উদ্ধারকাজে সকাল থেকেই দেখা গেল ব্যস্ততা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
2023-11-14T141039Z_426911461_RC22D4AEAYYZ_RTRMADP_3_INDIA-TUNNEL-COLLAPSE.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল উদ্ধার অভিযানের আজ ১৬তম দিন। প্রতিদিনই নতুন আশা নিয়ে শুরু হচ্ছে উদ্ধারকাজ। কেননা অগার মেশিন ভেঙে যাওয়ার পর যেন সমগ্র উদ্ধারকাজের গতিই মন্থর হয়ে গেছে। তবে কাজ থামালে চলবে না। কেননা ৪১ জন শ্রমিক এখনও আটকে রয়েছেন সেখানে।

তাই ৫ দিক থেকে চেষ্টা করা উদ্ধারকাজের একদিকে দেখা গেল সকাল থেকেই ব্যস্ততা। হরিজেন্টাল ড্রিলিং এর মাধ্যমে স্থাপিত ১.২-মিটার ব্যাসের পাইপলাইনের ১ থেকে ২ মিটার ক্ষতিগ্রস্থ অংশটি এখন ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে র‍্যাট মাইনিং-করে সামনের দিকে এগোচ্ছে। ওই পথটি মূলত ১৩ মিটার দূরত্বের। অগার মেশিনের ভেঙে যাওয়া অংশ সরানোর পাশাপাশি ম্যানুয়াল ড্রিলিং-এ অভিজ্ঞ ব্যক্তিরা এই মুহুর্তে র‍্যাট মাইনিং-এর সাহায্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শ্রমিকদের দিকে। সম্পূর্ণ কাজটিই ভীষণ জটিল, কিন্তু সেই কাজ ক্রমশ করে যাচ্ছেন উদ্ধারকারী দল।

 

hiren