নিজস্ব সংবাদদাতাঃ এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের ১৩ বছরের এক কিশোরী পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। কিন্তু এক পুলিশ কর্মী সেই সুযোগের অপব্যবহার করেছে এবং সেই কিশোরীকে ধর্ষণ করেছে। এই ঘটনায় ওই পুলিশ কর্মী তার জামিনের আবেদন করেছে। কিন্তু তার সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়।
/anm-bengali/media/post_attachments/9da23c80e929013ee034e2a3808fad823dff00ce91d09f4ac49c3b106c96b679.jpg)
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন গ্রাহ্য হওয়ার কোনও কারণ নেই। কারণ ওই পুলিশ কর্মী তার কর্মক্ষেত্রকে ব্যবহার করে বিচার চাইতে আসা এক জন অপ্রাপ্তবয়স্ক অভিযোগকারিণীর সঙ্গে ‘একই জঘন্য অপরাধ’ করেছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/12/bible-say-about-rape.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)