নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। বেঙ্গালুরু থেকে তিনি জানান, 'পার্লামেন্টের নির্বাচনে কংগ্রেসের স্ট্র্যাটেজি নির্মাণ করার জন্য কর্নাটক হল মধ্যমণি। আমরা বিশ্বাস করি যে লোকসভা নির্বাচনে কংগ্রেস ২০-র বেশি আসন দখল করবে। আমরা আশা করছি গোটা নির্বাচন হাতিয়ে নিতে পারব এবং ২৫- এর বেশি আসন দখল করার আশা রাখছি। পার্লামেন্টের প্রার্থী নির্বাচন করার প্রক্রিয়া শুরু হতে চলেছে'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)