নিজস্ব প্রতিনিধি: বদায়ুনের আলহামদ ম্যারেজ হলে রমজান মেলার শুভারম্ভ হতে চলেছে। তিন দিন ধরে মেলা চলবে। মেলা শুরু হতে চলেছে ২৮ তারিখ থেকে।
এই মেলার কনভেনার সোহেল সিদ্দিকী এক বিশেষ আলাপচারিতায় জানালেন যে এই মেলায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলায় শিশুদের জন্য বেশ কিছু মুখরোচক খাদ্যের স্টল থাকবে যেমন তুর্কি স্পেশাল আইসক্রিম, মোমো ইত্যাদি। পোশাকের রঙিন স্টলও থাকবে এই মেলায়।