‘রমজান, হোলি আগেও ছিল, কিন্তু এখন উত্তেজনার চেষ্টা চলছে’, আক্রমণাত্মক সাংসদ

'মুসলমানদের উপর বারবার প্রশ্ন তোলা ঠিক নয়, তারা আমাদের ভাই', এমনটাই দাবি করছেন সঞ্জয় রাউত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sanjay rautty1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রমজান মাসের জুম্মা বার আর হোলি পড়েছে একসাথে। স্বাভাবিক ভাবেই মসজিদ গুলির সামনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। 

এদিন এই প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেন, “হাজার বছর ধরে এই দেশে হোলি উদযাপিত হচ্ছে, এবং আমাদের মুসলিম ভাইরাও এই উৎসবে অংশ নেয়। সব সম্প্রদায় ও ধর্মের মানুষ একসঙ্গে হোলি উদযাপন করে আসছে। কিন্তু এখন যা চলছে তা পরিবেশ নষ্ট করার এবং সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা”।

sanjay

“মুসলমানদের উপর বারবার প্রশ্ন তোলা ঠিক নয়। তারা আমাদের ভাই। মহারাষ্ট্র সবসময়ই একটি প্রগতিশীল রাজ্য, কিন্তু ৫-১০ জন লোক রাজ্যের এই ভাবমূর্তি নষ্ট করেছে”।