নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় ভগবান শ্রী রামের শিশু মূর্তির প্রতিষ্ঠা ২২ জানুয়ারি করা হয়েছে এবং সারা দেশে বিশ্বাসের বন্যা এখনও শেষ হয়নি। রামের শিশুসদৃশ মূর্তি মানুষকে মুগ্ধ করে দিয়েছে। এমতাবস্থায় মূর্তি উন্মোচনের পরেই বহু মানুষের মনে প্রশ্ন জেগে উঠছে যে কেন অলৌকিক মূর্তি ও সৌন্দর্য সম্বলিত রামলালের মূর্তি কালো করা হল? এই সম্পর্কে এখানে জেনে নিন।
রামলালার মূর্তি শ্যাম শিলা থেকে তৈরি করা হয়েছে। ভগবান রাম এবং ভগবান কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে দাবি করা হয়। তাই ভগবান বিষ্ণু, ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের মূর্তিগুলি শ্যাম শিলা থেকে বানানো হয়। রামলালার মূর্তিও তৈরি করা হয় এই শ্যাম শিলা থেকে। এই কারণে এই মূর্তির রং কালো।