পাল্টে গেল রামলালার আরতির সময়! দেখতে চাইলে আগে জানুন এখানে

ভিড়ের কারণে পাল্টে গেল রামলালার আরতির সময়। আপনি রামলালাকে দেখতে চাইলে আগে সময় জানুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
1ayodhya ramlala.jpg

নিজস্ব সংবাদদাতা: বিপুল ভিড়ের পরিপ্রেক্ষিতে শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট আরতি ও দর্শনের সময় তালিকা পাল্টে দিয়ে নতুন সূচি প্রকাশ করেছে। এতে শৃঙ্গার আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত তথ্য দেওয়া হয়েছে। ভোর সাড়ে ৪টায় শ্রী রামলালার মঙ্গলা আরতি, সকাল সাড়ে ৬টায় শৃঙ্গার আরতি (উত্থান আরতি) করা হবে। এরপর ৭টা থেকে ভক্তরা দর্শন করতে পারবেন। রামলালার ভোগ আরতি হবে দুপুর ১২টায়, সন্ধ্যা আরতি ৭.৩০টায়, রাতের ভোগ রাত ৯টায় ও শয়ন আরতি হবে রাত ১০টায়।

রামলালার পুজোর পর ভক্তদের ভিড় ক্রমে বেড়েই যাচ্ছে অযোধ্যায়। ভগবান রামের দর্শনে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে। ভিড় এতটাই বেড়েছে যে মন্দির পরিচালনায় নানা সমস্যায় পড়তে হয়েছে।