Rameshwaram Cafe blast case: গ্রেফতার অভিযুক্ত! সাফল্য এনআইএ-র

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনা নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে কর্নাটকের বল্লারি থেকে শাব্বির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই একই ব্যক্তি সিসিটিভিতে ধরা পড়েছে কিনা তা এখনও জানা যায়নি।

 bengaluru cafe blast 1.JPG

প্রসঙ্গত, ক্যাফেতে বোমা বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। এরপরই ৫ মার্চ কর্নাটক সরকার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয়। ক্যাফেতে বোমা রাখা সন্দেহভাজন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল তদন্তকারী সংস্থা। 

Add 1

cityaddnew

স

স