‘ইন্ডিয়া জোটই দায়ী’ রামেশ্বরম বিস্ফোরণ মামলায় দাবি বিজেপি নেতার

'টিএমসির অর্থ 'সন্ত্রাস মাফিয়া এবং দুর্নীতি বাঁচাও' হয়ে গেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shehjad rahus.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের কাঁথি থেকে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় জড়িত ২ প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এনআইএ এবং রাজ্য পুলিশ। এ বিষয়ে এদিন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “এ কারণেই বলা হচ্ছে যে এখন টিএমসির অর্থ 'সন্ত্রাস মাফিয়া এবং দুর্নীতি বাঁচাও' হয়ে গেছে। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলা পশ্চিমবঙ্গ থেকে প্ল্যানিং করা হয়েছিল। প্রশ্ন হল, কেন পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদী, জিহাদ মানসিকতার লোকেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে? কারণ তারা জানে যে এখানে রাজ্য সরকার এনআইএ তদন্তের সময় প্রতিবাদে বসে। আগে কংগ্রেস এই রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করেছে। আর এখন সেই কাজই করছে তৃণমূল। এই সমগ্র ইন্ডিয়া জোটকে উত্তর দিতে হবে কেন তারা সবসময় সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের সাথে হাত মেলায়”।

WhatsApp Image 2024-04-12 at 14.16.31.jpeg

shehzad pooonawalaza1.jpg

Add 1