নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক ২৭ জন জেলে ও পাঁচটি নৌকার মুক্তির দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা।
তামিলনাড়ু বোট মৎস্যজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এন জে বোস বলেন, "১৪ অক্টোবর রামেশ্বরম থেকে ৪০০ জনেরও বেশি জেলে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী পাঁচটি নৌকাসহ রামেশ্বরমের ২৭ জন জেলেকে তালাইমান্নার বন্দর ও কানকেসান্তুরাই বন্দরে নিয়ে যায় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের তালাইমান্নার ও জাফনা মেরিটাইম ইন্সপেক্টরদের কাছে হস্তান্তর করে।"
প্রসঙ্গত, আন্দোলনরত জেলেরা অবিলম্বে জেলেদের মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।