নিজস্ব সংবাদদাতা: নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার ঘটনায় যোগগুরু বাবা রামদেব বলেছেন, "আমি এই বিষয়ে রাজনৈতিক মন্তব্য করব না। যদি কোনও দুর্ঘটনা ঘটে, যেখানে মানুষ তাদের পরিবারের সদস্যদের হারায়, তাহলে তা অপূরণীয় ক্ষতি হয়।"
#WATCH | Prayagraj, UP | On the New Delhi Railway Station stampede, Yog guru Baba Ramdev says, "I am not going to make political comments on this... If any tragedy happens, where people lose their family members, it causes irreparable damage..." pic.twitter.com/RjvwV6bQyx
দিল্লিতে পদদলিত হয়ে বহু মৃত্যু! একী বললেন রামদেব
দিল্লিতে পদদলিত হয়ে বহু মৃত্যু নিয়ে মন্তব্য করলেন রামদেব।
নিজস্ব সংবাদদাতা: নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার ঘটনায় যোগগুরু বাবা রামদেব বলেছেন, "আমি এই বিষয়ে রাজনৈতিক মন্তব্য করব না। যদি কোনও দুর্ঘটনা ঘটে, যেখানে মানুষ তাদের পরিবারের সদস্যদের হারায়, তাহলে তা অপূরণীয় ক্ষতি হয়।"