নিজস্ব সংবাদদাতা: শপিং মলের ভিতর রেস্তোরাঁ কাম বারে খাওয়া দাওয়া করছেন অতিথিরা, সঙ্গে জমিয়ে চলছে মদ্যপান। সেখানেই জায়ান্ট স্ক্রিনে চলছে রামায়ণের দৃশ্য (Ramayan)। আসল অডিওটি মুছে দিয়ে ডাবিং করে আধুনিক গান জুড়ে দেওয়া হয়েছে। রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)। উত্তরপ্রদেশের নয়ডার গার্ডেন গ্যালেরিয়া মলের ভিতর রয়েছে ‘লর্ড অফ দ্য ড্রিঙ্কস’ (Lord Of The drinks) বার যেখান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে যে চলছে রাম-রাবণের দৃশ্য আর তার সামনেই দাঁড়িয়ে মদ্যপান করে নাচানাচি করছেন তরুণ-তরুণীরা। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরেই রেস্তোরাঁটিকে বয়কটের দাবি তুলতে শুরু করে নেটিজেনরা। ইতিমধ্যেই বারের একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।