রাম নাম! রাম মন্দিরের পর এবার জ্ঞানভাপী! পাথরে মিলল প্রমাণ

রাম মন্দিরের পর এবার জ্ঞানভাপী মসজিদ। যদিও এই মামলা চলছে বহুদিন ধরেই তবে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আবার জ্ঞানভাপী বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ramai1

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা থেকে উত্তর প্রদেশের বারাণসীতে জ্ঞানভাপী মসজিদ কমপ্লেক্সে একটি বৃহৎ হিন্দু মন্দিরের কাঠামোর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী উকিল বিষ্ণু শঙ্কর জৈন। একটি সাংবাদিক সম্মেলনে জৈন দাবি করেন যে এএসআই জরিপ একটি বৃহৎ হিন্দু মন্দিরের উপস্থিতির দিকে নির্দেশ করে যা বর্তমান কাঠামোর পূর্ববর্তী রূপ ছিল। এবার এই মামলায় উঠে এল আরো এক বড় তথ্য।  ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা দাবি করছে যে বিতর্কিত জ্ঞানভাপী মসজিদে পাওয়া পাথরের উপর 'রাম' শব্দটি লেখা ছিল দেবনাগরী লিপিতে।