BIG UPDATE: রাম মন্দির...দর্শন হয়ে গেল নিষিদ্ধ!

রাম মন্দিরের উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত জোরদার হচ্ছে নিরাপত্তা। কোনোৰকক অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ সরকার। এবার মন্দিরের দর্শন হয়ে গেল নিষিদ্ধ।

author-image
Anusmita Bhattacharya
New Update
rammandiir.jpg

জস্ব সংবাদদাতা: ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরে রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা উৎসব আয়োজন করা হয়েছে। তার আগে সেখানে নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন ও পুলিশ। এই নিয়ে লখনউয়ের এডিজি পীযূষ মোরদিয়া বলেন, '২০ তারিখ রাম মন্দিরের দর্শন নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র যাঁরা আমন্ত্রণপত্র পেয়েছেন তাঁরাই উৎসব চাক্ষুষ উপভোগ করতে পারবেন। জায়গার ঘাটতি রয়েছে এবং যে কোনো একটি পরিমিত সময়ের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী মন্দিরের দর্শন করতে পারবেন। সাধারণ মানুষ ২৩ জানুয়ারির পর থেকে অযোধ্যায় এসে দর্শন করতে পারবেন রাম মন্দিরের'।