রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং-এর বিবৃতি নিয়ে জল্পনা তুঙ্গে

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে।

author-image
Adrita
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ হাতে মাত্র বাকি আর ১০ টা দিন। তারপরেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বর্তমানে আলোচনা তুঙ্গে রয়েছে। 

 রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা নিয়ে কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং-এর বিবৃতিতে, অযোধ্যা জমি বিরোধ মামলার প্রাক্তন মামলার বিবাদী, ইকবাল আনসারি বলেছেন, " আমি অযোধ্যার এবং অযোধ্যার জমি ধর্মীয়, লোকেরা শহরে তাদের ভক্তি রাখে৷ সমস্ত বিরোধী দলগুলি এর বিরোধিতা করছি। তবে আমরা এর বিরোধিতা করছি না। আমরা স্পষ্ট বলছি অযোধ্যায় এসে সরয়ু নদীতে পবিত্র স্নান করে শরীর ও মন পরিষ্কার কর। বিরোধিতা করার দরকার নেই, প্রাণপ্রতিষ্ঠা হতে যাচ্ছে। সকল মানুষকে আসতে হবে। ''