রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্ণ, ভক্তরা চললেন রামের দুয়ারে

আজ ওই তিথিতেই পালিত হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ram-mandir

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ এর শুরুতেই সবার নজর ছিল অযোধ্যার দিকে। কেননা বহু ইতিহাসের পথ পাড়ি দিয়ে রামলালা অধিষ্ঠান করেন রাম মন্দিরে। গত বছর ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা হয়। বহু ভক্তের সমাগমে, জাঁকজমক পূর্ণ ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন রামলালার পুজোর। হয়েছিল সূর্য তিলক। সেই সব কিছুর এক বছর পূর্ণ হল আজ।

আজ তাই রাম মন্দির দর্শনে ভিড় জমাচ্ছেন অগণিত ভক্ত। কেননা তিথি মেনে আজই পালিত হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী। সে জন্যে সেজে উঠেছে গোটা অযোধ্যা। এই প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকীকে বলা হচ্ছে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’।

ayodhya-ram-temple-275921407-16x9_0

প্রাণ প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপনের দিনটি হিন্দু তিথি অনুসারে। হিন্দু ধর্ম অনুসারে, গত বছর রামলালার জীবন ২২ জানুয়ারি ২০২৪, পৌষ শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে প্রতিষ্ঠা হয়েছিল। আর এবছর এই সময় এই তারিখটি পড়েছে আজ। আজ ওই তিথিতেই পালিত হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী।  

6721a58e2aabd-today-is-deepotsav-in-ayodhya-301832692-16x9