রাম মন্দিরে 'রামজ্যোতি'র মেলা! অযোধ্যার ইতিহাসের পুনরাবৃত্তি আজ

রাম মন্দিরে আলোর মেলা বসেছে যেন। কিন্তু এর সঙ্গেই জুড়ে আছে অযোধ্যার ইতিহাস। জানেন কি সেটা?

author-image
Anusmita Bhattacharya
New Update
diwalisarayu

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হল আজ। ঠিক এর পরেই সন্ধ্যায় সরযূর তীরে ভক্তি-আবেগের অপূর্ব সমন্বয়। অযোধ্যা সহ দেশজুড়ে রামজ্যোতি জ্বলে উঠছে একের পর এক। একদিকে প্রদীপের আলো জ্বলছে অন্যদিকে লেজার শোর ঝলকানি। নতুন রাম মন্দিরে আলোর রোশনাই। ১৪ বছরের বনবাস কাটিয়ে রাম যখন অযোধ্যায় ফেরেন তখন ঠিক এভাবেই স্বাগত জানানো হয়েছিল তাঁকে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে। একে বলা হয় অকাল দীপাবলি। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি অযোধ্যায়।