নিজস্ব সংবাদদাতা: আজ প্রজাতন্ত্র দিবস, স্বাভাবিক ভাবেই ছুটির দিন। আর তার মধ্যে শুরু হয়েছে মাঘ মেলা। দু’য়ে মিলে রাম মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে উত্তর প্রদেশ প্রশাসন। তাই আগাম সতর্কতা বজায় রাখছে পুলিশ। সমস্ত দিক থেকে মুড়ে ফেলা হচ্ছে মন্দির চত্বর। আগামী কয়েকদিন নিরাপত্তার বেষ্টনীতেই ঘেরা থাকবেন রামলালা। অন্তত এমনটাই আভাস মিলল উত্তরপ্রদেশের বিভাগীয় কমিশনার গৌরব দয়ালের কাছ থেকে।
এদিন তিনি সকাল থেকেই উপস্থিত রয়েছেন মন্দির চত্বরে। সমগ্র ব্যবস্থা খতিয়ে দেখছেন নিজেই। তাঁর কথায়, “আজ প্রজাতন্ত্র দিবস। তাই, সমস্ত সতর্কতা পালন করা হচ্ছে। ভক্তদের কথায় ভাবা হচ্ছে সবার আগে, তারা যাতে নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করতে পারেন এবং ভগবানের দর্শন পান, সেদিকটাই জোর দেওয়া হচ্ছে। সমগ্র পথ জুড়ে যথাযথ ব্যারিকেড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। আশা করছি ভবিষ্যতেও কোনও সমস্যা হবে না। এখানে সকল দর্শনার্থীই সমস্ত ধরনের সুবিধা পাচ্ছেন। অতএব নিশ্চিন্তেই দর্শনার্থীরা আসতে পারেন রাম মন্দির দর্শনে”।