কেবল গর্ভগৃহ ও মন্দিরের সামনের অংশের কাজ হয়েছে

রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। গত ২২ জানুয়ারি উদ্বোধনের পরদিন থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দ্বার। কিন্তু, মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। কেবল গর্ভগৃহ ও মন্দিরের সামনের অংশের কাজ হয়েছে।

১৫ ফেব্রুয়ারি থেকে রাম মন্দিরের অসমাপ্ত নির্মাণকাজ শুরু হতে পারে

মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় থেকে নির্মাণকাজ এতদিন বন্ধ ছিল। সেই অসমাপ্ত কাজ ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দির ট্রাস্ট। তবে কোনও তাড়াহুড়ো নয়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাম মন্দিরের অসমাপ্ত নির্মাণকাজ শুরু হতে পারে বলে রাম মন্দির ট্রাস্ট সূত্রে খবর।