'পৃথিবীতে আমি এখন সবচেয়ে ভাগ্যবান'! আপ্লুত রাম মূর্তির প্রতিষ্ঠাতা

রাম মূর্তির প্রতিষ্ঠাতা স্বয়ং এলেন এবার মন্দিরে। এসেই তিনি আপ্লুত মানুষের ভালোবাসা পেয়ে। খুললেন মুখ।

author-image
Anusmita Bhattacharya
New Update
ramlala1

নিজস্ব সংবাদদাতা: রাম লালার মূর্তির ভাস্কর অরুণ যোগীরাজ হাজির হলেন অযোধ্যার রাম মন্দিরে। তিনি বলেন, 'আমি মনে করি আমি এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আমার পূর্বপুরুষ, পরিবারের সদস্য এবং ভগবান রামলালার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। মাঝে মাঝে মনে হয় স্বপ্নের জগতে আছি'।