নিজস্ব সংবাদদাতা: গত বছর ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা হয়। বহু ভক্তের সমাগমে, জাঁকজমক পূর্ণ ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন রামলালার পুজোর। হয়েছিল সূর্য তিলক। আর এবার সেই সব কিছুর এক বছর পূর্ণ হল আজ।
হিন্দু তিথি অনুযায়ী, এবছর ১১ তারিখ অর্থাৎ আজই রামলালার প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে। একে হিন্দু মতে বলা হয় ‘প্রতিষ্ঠা দ্বাদশী’। আজ তাই রাম মন্দির দর্শনে ভিড় জমাচ্ছেন অগণিত ভক্ত। কেননা তিথি মেনে আজই পালিত হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী। সে জন্যে সেজে উঠেছে গোটা অযোধ্যা।
এদিন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রথম বার্ষিকীতে, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, “প্রথম বার্ষিকী খুব সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। পুরো অযোধ্যা শহরকে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এতে যোগ দেবেন এবং আরতিও করবেন। ইতিমধ্যেই এখানে প্রচুর সংখ্যক ভক্ত জড়ো হয়েছেন”।
#WATCH | Ayodhya, UP | On first anniversary of Pran Pratishtha ceremony, Chief Priest of Shri Ram Janmabhoomi Temple, Acharya Satyendra Das says, "The first anniversary is being celebrated very beautifully. The entire Ayodhya city has been decorated. CM Yogi Adityanath will be… pic.twitter.com/mWrDz1bzEC