নিজস্ব সংবাদদাতা: নাজনিন আনসারি ও নাজমা পারভিন বারাণসীর বাসিন্দা যাঁরা এবার অযোধ্যা থেকে নিয়ে আসবেন রামজ্যোতি। সেই রামজ্যোতি নিয়ে মুসলিম এলাকার মধ্যে দিয়ে যাবেন। কার্যত এই বার্তাই দিতে চাইছেন যে তাঁদের পূর্বপুরুষের নাম শ্রীরামচন্দ্র। প্রতিটি ভারতীয়র ডিএনএ হল একই। এর আগে বাবরি মসজিদ মামলাকারী ইকবাল আনসারিকে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এবার দুই মুসলিম নারী অংশ নেবেন 'রামজ্যোতি'তে। কাশীর ওম চৌধুরী ও পাতালপুরী মঠের মোহন্ত বলাক দাস এই যাত্রার সূচনা করতে চলেছেন। মোহন্ত শম্ভূ দেবাচার্য অযোধ্য়ায় তাঁদের হাতে রামজ্যোতি তুলে দিলেন। রবিবার সেই রামজ্যোতি নিয়ে অযোধ্যায় আবার ফিরে আসতে চলেছেন তাঁরা। অযোধ্যার মাটি ও সরযূ নদীর পবিত্র জলও কাশীতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। ২১শে জানুয়ারি থেকে এই রামজ্যোতি বিতরণ শুরু হবে।