নজর ঘোরাতেই শতাধিক সাংসদকে সাসপেন্ড? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

১৪৬ জন সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারা। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য নেতারা দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেন।

author-image
SWETA MITRA
New Update
save demo.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অধিবেশন থেকে শতাধিক সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করে বসলেন সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব (Ram Gopal Yadav)। সাংসদদের সাসপেনশন নিয়ে ইন্ডিয়া জোটের (INDIA bloc) জন্তর মন্তরে বিক্ষোভ প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদব বলেন, "দেশে কী ঘটছে সে সম্পর্কে জনগণকে জানানোর জন্য আমরা এই বিক্ষোভে অংশ নিচ্ছি। সাংসদদের সাসপেন্ড করা শুধু অগণতান্ত্রিকই নয়, বিজেপি সাংসদের নাম লুকানোর জন্যই এটা করা হয়েছে।“