নিজস্ব সংবাদদাতা: আগামী ২২ জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ঐদিন সরকারি ভাবে গোটা দেশের ছুটি ঘোষণা করা হতে পারে। এই নিয়ে ছড়িয়ে পড়েছে জল্পনা। এদিকে যোগী সরকারের কাছে এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার জন্য অনুরোধ জানিয়েছেন রাম ভক্তরা। তালিকায় রয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন ও সনাতনী সংস্কৃতির মানুষ। একই আবেদন গিয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ সরকারের কাছেও। তবে কোনও সরকারই এই নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।