ধার্মিক মানুষ...রাম মন্দির উদ্বোধনের আগে মসজিদ! বিস্ফোরক BJP সাংসদ

রাম মন্দির উদ্বোধন হবে তবে তার আগেই গির্জা আর মসজিদ নিয়ে কথা বললেন এই ভারতীয় ক্রিকেটার এবং বিজেপি সাংসদ। কী দাবি তাঁর?

author-image
Anusmita Bhattacharya
New Update
ramsunset

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান নিয়ে প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যসভার সাংসদ হরভজন সিং বলেন, 'সারা দেশের মানুষকে আমার শুভেচ্ছা। এটি একটি ঐতিহাসিক দিন এবং ভগবান রাম সকলের। তাঁর জন্মস্থানে একটি মন্দির তৈরি হচ্ছে, এটি একটি বড় কথা। আমি অবশ্যই যাব (অযোধ্যায়), আমি খুব ধার্মিক মানুষ। আমি প্রতিটি মন্দির, মসজিদ এবং গুরুদ্বারে প্রার্থনা করি। আমি অবশ্যই যাব যখনই সুযোগ পাব'।