নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভা নির্বাচনে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে বিজেপির ৮ জন প্রার্থীই জিতবেন। আজ আমাদের ৮ জন প্রার্থীর সবাই জয়ী হয়েছেন। আমি সকল বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। যাদের ভোটে তারা জয়ী হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। জয়ী হয়েছেন দু'জন সপা প্রার্থীও। তাই অখিলেশ যাদবকেও অভিনন্দন। রাজ্যসভায় শুরু হওয়া বিজেপির বিজয় যাত্রা লোকসভায় চলবে এবং তারপরে বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)