নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) ইস্যুতে বিরোধী দলগুলির বিক্ষোভ শুরু হয় রাজ্যসভায়। তুমুল হই হট্টগোলের সাক্ষী থাকে রাজ্যসভা। এরই মাঝে ঘটে গেল এক বড় রকমের ঘটনা। জানা গিয়েছে, বিক্ষোভ চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে বাদল অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করেছেন।