নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়া নয়, এবার দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মুখে শোনা গেল ‘ভারত’ শব্দ। আজ রবিবার নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এ সময় সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে পতাকা উত্তোলন করেই রাজ্যসভার চেয়ারম্যান তথা ভাইস প্রেসিডেন্ট বলেন, "এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারত যুগান্তকারী পরিবর্তন প্রত্যক্ষ করছে। বিশ্ব ভারতের শক্তি এবং অবদানের সম্পূর্ণ স্বীকৃতি পেয়েছে। আমরা এমন সময়ে বাস করছি, যেখানে আমরা উন্নয়ন প্রত্যক্ষ করছি, এমন অর্জন যা আমরা স্বপ্নেও ভাবিনি।‘