নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। সেনা জওয়ানরা এই আক্রমণের এমন জবাব দেয় যে জঙ্গিরা পালিয়ে যেতে হয়। জানা গেছে যে এই সন্ত্রাসী হামলার সময় একজন সেনা জখম হয়েছে। রাজৌরির মঞ্জকোটে সেনা ক্যাম্পে হামলা হয়। জঙ্গিরা ক্যাম্পটিকে টার্গেট করেছিল। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে সেনাবাহিনী এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে।
গোয়েন্দা সংস্থা সূত্রের দাবি, এই সমস্ত সন্ত্রাসী ঘটনার পিছনে রয়েছে লস্কর-ই-তৈবার প্রশিক্ষিত জঙ্গি সাজিদ জাট। সাজিদ জাট বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে তার বেস ক্যাম্পে বসবাস করছে। এর আগে সে দীর্ঘদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সক্রিয় ছিল। সাজিদ জাটের পাশাপাশি তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীও ইসলামাবাদে বসবাস করছে। সাজিদ বর্তমানে লস্করের জন্য নিয়োগের কাজ পরিচালনা করছে এবং প্রশিক্ষিত জঙ্গিদের সীমান্তের ওপার থেকে ভারতে পাঠানোর কাজটি করতে ব্যস্ত। সাজিদকে লস্করের অপারেশনাল কমান্ডার হিসেবেও দাবি করা হয়।